Published July 06, 2024 by with 0 comment

রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Rangamati DC Office Job Circular 2024

 

এক নজরে রাঙ্গামাটি ডিসি অফিস জব সার্কুলার ২০২৪ সর্ম্পকে সংক্ষেপঃ

সংস্থার নামঃ  রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পোষ্ট ক্যাটাগরীঃ ০১
মোট পদ সংখ্যাঃ ০৯।
চাকরির ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
চাকরির ধরনঃ সরকরি চাকরি.
সার্কুলার প্রকাশিত তারিখঃ ০৫ জুন ২০২৪।
আবেদন শুরু তারিখঃ ১০ জুন ২০২৪ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ৩০ জুন ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।
কিভাবে আবেদন করতে হবে: সরাসরি অথবা ডাকযোগের মাধ্যেমে।


                                                            Apply

 রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সংস্থার নামঃরাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় ।
পদের নামঃবিস্তারিত নিচে দেখুন।
পোস্টিংঃকতৃপক্ষের উপর নির্ভর করে।
পদ সংখ্যাঃ০৯
চাকরির আবেদনসরাসরি অথবা ডাকযোগের মাধ্যেম।
চাকরির ধরনঃসরকারি চাকরি।
লিঙ্গঃছেলে ও মেয়ে।
বয়সঃ১৮ -৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃবিস্তারি সার্কুলারে দেখুন।
অভিজ্ঞতাঃসার্কুলারে দেখুন।
বেতন স্কেলঃ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
অন্যান্য সুবিধাসরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

আবেদন শুরু তারিখঃ

১০ জুন ২০২৪

আবেদনের শেষ তারিখঃ

৩০ জুন ২০২৪

অফিসিয়াল ওয়েবসাইটdcrangami.teletalk.com.bd/
দেখুন  রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Image


রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা

পদের নামঃ ইউনিয়ন পরিষদ সচিব।
পদের সংখ্যাঃ ০৯টি
গ্রেডঃ ১৪
বেতন স্কেলঃ ১০২০০/- থেকে ২৪৬৮০/-(জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৪ তম গ্রেড) তৎসহ সরকার অনুমোদিত অন্যান্য ভাতাদি (ইউনিয়ন পরিষদ কর্তৃক ২৫% এবং সরকার কর্তৃক ৭৫% বেতন প্রাপ্য হবেন)।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রী।

Rangamati DC Office Job Circular 2024 আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ

 Rangamati DC Office Job Circular 2024 আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে 

প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে; অনলাইন আবেদনপত্র পূরণ ও দাখিল করার নিয়মাবলী:-

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও  রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

ক. আবেদনের সাথে জেলাপ্রশাসক/সার্কেল চীফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার সনদপত্র দাখিল করতে হবে।

খ. যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

প্রার্থীর বয়সসীমা ১০.০৬.২০২৪ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। শুধু বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং বীর মুক্তিযোদ্ধা/ শহিদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাগণের পুত্র-কন্যা) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/ অনাপত্তিপত্র/ কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনপূর্বক অনলাইনে দাখিলকৃত সকল সনদপত্রের প্রতিটির ০১ (এক) কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/ উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ: –

ক. অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Applicant’s copy);

খ. সকল মূল সনদ/প্রত্যয়ন/অনাপত্তিপত্র;

গ.  রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে জেলাপ্রশাসক /সার্কেল চীফ কর্তৃক প্রদত্ত জেলার স্থায়ী বাসিন্দার সনদপত্র;

ঘ. জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদপত্র;

ঙ. চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি সনদপত্র;

চ. অন্যান্য কোটা যেমন প্রতিবন্ধী কোটায় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন/ সনদপত্র।

এক্ষেত্রে কোন তথ্য অসত্য বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

dcrangamati.teletalk.com.bd Job Circular 2024

dcrangamati.teletalk.com.bd Job Circular 2024 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:

অনলাইনে আবেদনপত্র পূরণসংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি (http://dcrangamati.teletalk.com.bd) এ ওয়েবসাইটে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে পারবেন।

খ. অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০.০৬,২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ০৯.০০ টা;

গ. অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ৩০.০৬.২০১৪ খ্রি. বিকাল ০৪.০০টা। উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন;

ঘ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সবোর্চ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ 60KB হতে হবে।

প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা এবং Teletalk এর ফি ২৩ (তেইশ) টাকাসহ সর্বমোট ২২৩ (দুইশত তেইশ) টাকা জমা দিতে হবে;

সরকারি/আধাসরকারি/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।

এই নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের (বিধি-১ শাখা) ১৭/০৪/২০২৩ তারিখের জারিকৃত “ মন্ত্রণালয়/বিভাগ ও অধীন সরকারি দপ্তর/ পরিদপ্তর/ অধিদপ্তর, স্বায়ত্বশাসিত সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা এবং বিভিন্ন কর্পোরেশনের চাকুরিতে ১৩-২০ গ্রেডের পদে কর্মচারী নিয়োগের অপেক্ষামান তালিকা সংরক্ষণ” সংক্রান্ত পরিপত্র কার্যকর হবে।

আবেদনপত্র গ্রহণ বা বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ কার্যক্রম স্থগিত, পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোন শর্ত বা অনুচ্ছেদ সংশোধন, শর্ত পরিবর্তন, সংযোজন এবং বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। এ ছাড়াও আবেদন বাছাই ও নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

বিজ্ঞাপনে উল্লিখিত পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষিত সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটাসহ সকল কোটা সংরক্ষণ করা হবে;

প্রার্থীদের (লিখিত ও মৌখিক) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

অনিবার্য কারণবশতঃ কর্তৃপক্ষ এ নিয়োগ কার্যক্রম স্থগিত, সময় পরিবর্তন ও বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।

প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া

Rangamati DC Office Job Circular 2024 SMS প্রেরণের নিয়মাবলী

 Rangamati DC Office Job Circular 2024 SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (ওয়েবে) আবেদন করতে পারবেন।

উল্লেখ্য যে,  Rangamati DC Office Job Circular 2024 আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভূল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant’s Copy তে User ID দেয়া থাকবে।

উক্ত User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে নিম্নোক্তভাবে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ (অফেরতযোগ্য) মোট ১১২/- (একশত বার) [পরীক্ষার ফি ১০০/- এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকা] অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

প্রথম SMS:DCRANGAMTI <space>UserID লিখে 16222 নম্বরে Send করতে হবে। Example :DCRANGAMTI ABCDEF

Reply: Applicant’s Name, Tk. 112/-will be charged as application fee, Your PIN is xxXXXXXXXX. To pay fee Type

DCRANGAMTI<Space>YES<Space>PIN and send to 16222

দ্বিতীয় SMS:DCRANGAMTI <space>YES<space>PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে। Example :DCRANGAMTIYES 123456789

Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for DCRANGAMTI Recruitment Application for XXXXXXXXXX UserID is (ABCDEF) and Password (XXXXXXXXX)

বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রবেশপত্র

 রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রবেশপত্র সংগ্রহের নোটিশ http://dcrangamati.teletalk.com.bd এবং ডিসি অফিস হবিগঞ্জ এর ওয়েবসাইট http://www. rangamati.gov.bdএ পাওয়া যাবে। এছাড়া প্রবেশপত্র সংগ্রহ সংক্রান্ত SMS শুধুমাত্র যোগ্য প্রার্থীদের মোবাইল ফোন নম্বরে প্রেরণ করা হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে  যোগাযোগ করা হবে বিধায় উক্ত মোবাইল ফোন নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিণ) করে নিবেন। প্রার্থী কর্তৃক এ প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।

 Rangamati DC Office Job Circular 2024 User ID এবং Password পুনরুদ্ধার।

শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMSপদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে: DCHABIGANJ <space>Help<space>User<space>User ID & Send to 16222. Example: DCHABIGANJ Help User ABCDEF

PIN Number জানা থাকলে:

DCRANGAMTI <space>Help<space>PIN<space> PIN Number & Send to16222. Example: DCRANGAMTI Help PIN 123456789.

বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও  রাঙ্গামাটি  www. rangamati.gov.bd ওয়েবসাইটে এবং http://dcrangamati.teletalk.com.bd এছাড়াও আমাদের জবপোর্টাল https://www.bdjobapply.com/ তে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www. rangamati.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ কার্যক্রম স্থগিত, শর্ত পরিবর্তন, সংযোজন এবং বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। এ ছাড়াও দরখাস্ত বাছাই ও নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে ।

* শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।






0 Comments:

Post a Comment