Published July 12, 2024 by with 0 comment

গোয়ালন্দ পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Goalanda Pourashava Karjaloy Job Circular 2024

 


গোয়ালন্দ পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Goalanda Pourashava Karjaloy Job Circular 2024. পৌরসভার চাকুরী বিধিমালা-১৯৯২ খ্রিঃ ও জাতীয় বেতন স্কেল ২০১৫ এ নিম্নোক্ত বেতন ভাতায় বর্ণিত পদ সমূহ অস্থায়ী ভাবে পূরনের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহবান করা যাইতেছে ।


গোয়ালন্দ পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Goalanda Pourashava Karjaloy Job Circular 2024 গোয়ালন্দ পৌরসভা কার্যালয় কর্তৃক প্রকাশিত হয়েছে। গোয়ালন্দ পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Goalanda Pourashava Karjaloy Job Circular 2024 -এর মাধ্যমে ০৬ জন জনবল নিয়োগ করবে। Goalanda Pourashava Job Circular 2024 – এর বিশদ বিবরণ আমাদের ওয়েবসাইটে সরকারি চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যাবে। যারা গোয়ালন্দ পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪  – এর জন্য আবেদন করতে চান তারা নীচের বিবরণ দেখতে পারেন।

গোয়ালন্দ পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Goalanda Pourashava Karjaloy Job Circular 2024-এ অর্থ বিভাগের ১৬তম থেকে ১৭তম গ্রেডের ০৬টি ক্যাটাগরির মোট ০৬ টি পদে নিয়োগ দিচ্ছে। এর  ডাকযোগে আবেদন ০৭ জুন ২০২৪ এ শুরু হবে এবং শেষ তারিখ ০৪ জুলাই ২০২৪। Goalanda Pourashava Job Circular 2024 নীচে বিশদ বিবরণ রয়েছে, অনুগ্রহ করে প্রথমে সার্কুলার পড়ুন।

বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

গোয়ালন্দ পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

আপনি কি গোয়ালন্দ পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪  খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি । তাই আপনি যদি গোয়ালন্দ পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪  এর নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন: bdgovtjob.today

এক নজরে গোয়ালন্দ পৌরসভা কার্যালয় সংক্ষিপ্ত-পরিচিতি

এক নজরে গোয়ালন্দ পৌরসভা

০১। মৌলিক তথ্যঃ   

      (ক) প্রতিষ্ঠাকালঃ-২৬ শে জুলাই ২০০০ইং

      (খ) পৌরসভার প্রথম নির্বাচনঃ- ১৩ ই মে ২০০২ইং

       (গ) পৌরসভার শ্রেণীঃ- ‘‘খ’’

       (ঘ) আয়তনঃ- ৪.৮৫ বর্গ কিলোমিটার

       (ঙ) ওয়ার্ড সংখ্যাঃ ০৯টি

      (চ) মৌজার সংখ্যাঃ ০৫টি

      (ছ) মৌজার নামঃ ছোট ভাকলা,কেউটিল,হাউলি কেউটিল,উত্তর উজানচর,পশ্চিম                                 উজানচর।


০২। জনসংখ্যাঃ      

 (ক) পুরুষঃ ১১,১১৫ জন 

(খ) মহিলাঃ ১০,৭৭৫ জন  মোটঃ ২২,৪৩১ জন।


০৩। হোল্ডিং সংখ্যাঃ 

 (ক) ৪৪০৩ টি

(L)    সরকারী ৩০ টি

(M)বেসরকারী ৪৪০৩ টি

(N)  মোট পরিবার সংখ্যাঃ ৩২০৪ টি

(O)   জনসংখ্যার ঘনত্বঃ ৩৭০০ জন প্রতি বর্গ কিলোমিটারে।


০৪। শিক্ষা বিষয়ক তথ্যঃ

          (ক) কলেজঃ ০২ টি

          (খ) সরকারী মাধ্যমিক বিদ্যালয়ঃ ০২ টি

           (গ) বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয়ঃ ০২ টি

           (ঘ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ০৪ টি

           (ঙ) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ …….. টি 

           (চ) মহিলা স্কুল/কলেজঃ ০২ টি

            (ছ) হাফেজীয়া মাদ্রাসাঃ ০১ টি

            (জ) আলীয়া মাদ্রাসাঃ ০২টি

             (ঝ) কিন্ডার গার্টেনঃ ০৩ টি

             (ঞ) এতিম খানাঃ ০২ টি

            (ট) ভকেশনালঃ ০৩ টি

             (ঠ) শিক্ষার হারঃ ৬৫%

০৫। ধর্মীয় প্রতিষ্ঠানঃ    

         (ক) মসজিদঃ ২৩ টি

           (খ) মন্দিরঃ ১০ টি

          (গ) গীর্জাঃ                   

০৬। যোগাযোগ ব্যবস্থাঃ                        

 (ক) পাকা রাসত্মাঃ ১৪ কিঃ মিঃ

  (খ) এইচ,বি,বি রাসত্মাঃ ০৮ কিঃ মিঃ

    (গ) বি,এফ,এসঃ ০৭ কিঃ মিঃ

  (ঘ) কাচা রাসত্মাঃ ১৫ কিঃ মিঃ

  (ঙ) ব্রীজঃ ০২ টি

   (চ) কালভার্টঃ ০৬ টি সূত্র ও বিস্তারিত

গোয়ালন্দ পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সর্ম্পকে সংক্ষেপঃ

সংস্থার নামঃ গোয়ালন্দ পৌরসভা কার্যালয়।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পোষ্ট ক্যাটাগরীঃ ০৬।
মোট পদ সংখ্যাঃ ০৬।
চাকরির ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ ০৯,৩০০-২২,৪৯০/- থেকে ৯,০০০-২১,৮০০/- টাকা।
চাকরির ধরনঃ সরকরি চাকরি.
সার্কুলার প্রকাশিত তারিখঃ ০৬ জুন ২০২৪।
আবেদন শুরু তারিখঃ ০৭ জুন ২০২৪ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ০৪ জুলাই ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।
কিভাবে আবেদন করতে হবে: প্রার্থীকে সাদা কাগজে স্ব-হস্তে লিখিত/কম্পিউটার কম্পোজকৃত দরখাস্ত আগামী ০৪/০৭/২০২৪ খ্রি: তারিখের মধ্যে ডাকযোগে অফিস চলাকালীন সময়ে মেয়র, গোয়ালন্দ পৌরসভা, গোয়ালন্দ, ববাবর পৌঁছাতে হবে। ।


গোয়ালন্দ পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সংস্থার নামঃগোয়ালন্দ পৌরসভা কার্যালয়।
পদের নামঃনিচে বিস্তারি দেখুন ।
পোস্টিংঃকতৃপক্ষের উপর নির্ভর করে।
পদ সংখ্যাঃ০৬
চাকরির আবেদনপ্রার্থীকে সাদা কাগজে স্ব-হস্তে লিখিত/কম্পিউটার কম্পোজকৃত দরখাস্ত আগামী ১৫/০৭/২০২৪ খ্রি: তারিখের মধ্যে ডাকযোগে অফিস চলাকালীন সময়ে মেয়র, গোয়ালন্দ পৌরসভা, গোয়ালন্দ, ববাবর পৌঁছাতে হবে।
চাকরির ধরনঃসরকারি চাকরি।
লিঙ্গঃছেলে ও মেয়ে।
বয়সঃ১৮ -৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃবিস্তারি সার্কুলারে দেখুন।
অভিজ্ঞতাঃসার্কুলারে দেখুন।
বেতন স্কেলঃ০৯,৭০০-২৩,৪৯০/- থেকে ৮,২৫০-২০,০১০/- টাকা।
অন্যান্য সুবিধাসরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

আবেদন শুরু তারিখঃ

০৭ জুন ২০২৪

আবেদনের শেষ তারিখঃ

০৪ জুলাই ২০২৪

অফিসিয়াল ওয়েবসাইট
দেখুন গোয়ালন্দ পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Image

গোয়ালন্দ পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা

পদের নামঃ লাইসেন্স পরিদর্শক।
পদের সংখ্যাঃ ০১ টি
গ্রেডঃ -১৫
বয়সঃ ২১ হতে ৩২ বৎসর।
বেতন স্কেলঃ ৯৭০০-২৩৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রী।

পদের নামঃ সহকারী কর আদায়কারী।
পদের সংখ্যাঃ ০১ টি
গ্রেডঃ -১৫
বয়সঃ ২১ হতে ৩২ বৎসর।
বেতন স্কেলঃ ৯৭০০-২৩৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রী।

পদের নামঃ নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যাঃ ০১ টি
গ্রেডঃ -১৬
বয়সঃ ২১ হতে ৩২ বৎসর।
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ বাংলায় ৩০ এবং ইংরেজীতে ৪০ টি শব্দের গতি থাকতে হইবে।

পদের নামঃ কার্য্য সহকারী।
পদের সংখ্যাঃ ০১ টি
গ্রেডঃ -১৬
বয়সঃ ২১ হতে ৩২ বৎসর।
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাসহ স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ অথবা সমানের শিক্ষাগত যোগ্যতা থাকিতে হইবে ।

পদের নামঃ জীপ চালক।
পদের সংখ্যাঃ ০১ টি
গ্রেডঃ -১৬
বয়সঃ ২১ হতে ৩২ বৎসর।
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ১০ম শ্রেণী পাশ হইতে হইবে। ভারী
যানবাহন চালানোর বৈধ্য লাইসেন্সধারী এবং দুই বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে।

পদের নামঃ নৈশ্য প্রহরী।
পদের সংখ্যাঃ ০১ টি
গ্রেডঃ -২০
বয়সঃ ২১ হতে ৩২ বৎসর।
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাশ এবং সুঠাম দেহের অধিকারী হইতে হবে।

Goalanda Pourashava Job Circular 2024 pdf download

Goalanda Pourashava Job Circular 2024 pdf download. গোয়ালন্দ পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF ডাউনলোড। Goalanda Pourashava Job Circular 2024 pdf download. Goalanda.gov.bd -এ আপনার সুবিধার জন্য, আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করেছি এবং গোয়ালন্দ পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF ডাউনলোড লিঙ্ক এখানে।



গোয়ালন্দ পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদন ফরম

গোয়ালন্দ পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদন ফরম দেওয়া আছে। এটি ডাউনলোড করুন।



বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও গোয়ালন্দ পৌরসভা কার্যালয়  www.goalanda.gov.bd ওয়েবসাইটে এবং http://goalanda.teletalk.com.bd এছাড়াও আমাদের জবপোর্টাল https://www.bdjobapply.com/ তে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.goalanda.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বো কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

১।আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে স্বহস্তে লিখিত আবেদন পত্রে (ক) প্রার্থীর নাম (খ) পিতা/স্বামী ও মাতার নাম (গ) বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা (ঘ) জন্ম তারিখ (ঙ) জাতীয়তা (চ) ধর্ম (ছ) ০৪/০৭/২০২৪ খ্রিঃ তারিখে বয়স (জ) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা “ যদি থাকে” উল্লেখ পূর্বক নিম্নবর্ণিত কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে আগামী ০৪/০৭/২০২৪ খ্রিঃ তারিখের মধ্যে মেয়র, গোয়ালন্দ পৌরসভা, গোয়ালন্দ, রাজবাড়ী বরাবর পৌছাইতে হইবে ।

২। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ পত্রের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হইবে।

৩। পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর/ইউপি চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ পত্র প্রদান করতে হইবে।

৪ । প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নিকট হইতে চারিত্রিক সনদপত্র দাখিল করতে হইবে।

৫। সদ্যতলা পাসপোর্ট সাইজের ০৩(তিন) কপি সত্যায়িত ছবি দাখিল করতে হইবে।

৬। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হইলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান অথবা আহবায়কের স্বাক্ষরিত মূল সনদের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হইবে।

৭। আবেদন পত্রের সহিত ১নং হতে ৫নং পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা এবং ৬নং পদের জন্য ৩০০/- (তিনশত) টাকার ব্যাংক ড্রাফট (অফেরত যোগ্য) মেয়র, গোয়ালন্দ পৌরসভা, গোয়ালন্দ, রাজবাড়ী বরাবর দাখিল করতে হইবে।

৮। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত দাখিল করতে হইবে।

৯ । আবেদন পত্রের শেষ তারিখ ০৪/০৭/২০২৪ খ্রিঃ তারিখের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণ করা হইবে না ।

১০। আবেদন পত্রের সহিত নিজ ঠিকানা সম্বলিত ও পদের নাম উল্লেখসহ ১০ (দশ) টাকা মূল্যের ডাক টিকেটসহ একটি ফেরত খাম অবশ্যই দাখিল করিতে হইবে।

১১ । যে কোন আবেদনপত্র গ্রহণ অথবা বাতিল করার ক্ষমতা নিম্নস্বাক্ষরকারী সংরক্ষণ করেন।

১২। পূর্বে যাহারা আবেদন পত্র দাখিল করেছেন তাদের পূনঃরায় আবেদন পত্র দাখিল করতে হবে না।









0 Comments:

Post a Comment