Published July 15, 2024 by with 0 comment

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নবম গ্রেডে চাকরির সুযোগ

 




বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘সহকারী কিউরেটর’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে ডাকযোগে আবেদন করতে পারবেন ৩০ জুলাই পর্যন্ত।

পদের নাম: সহকারী কিউরেটর
পদসংখ্যা: ২টি
গ্রেড: ৯
বেতন: ২২,০০০-৫৩, ০৬০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ, ফলিত পদার্থ, কম্পিউটার, ফলিত রসায়ন, উদ্ভিদ বা প্রাণিবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর অথবা যান্ত্রিক, বৈদ্যুতিক বা কম্পিউটার প্রকৌশলে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকলে ‘সহকারী কিউরেটর’ পদে আবেদন করা যাবে।


আবেদনের বয়সসীমা: আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে এ বছরের ৩০ জুলাইয়ে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তান, প্রতিবন্ধী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।


আবেদন ফি: আবেদনপত্রের সঙ্গে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ৬০০ টাকা মূল্যের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭




0 Comments:

Post a Comment