Bangladesh Air Force 91 BAFA Course Circular 2024
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘এ’।
উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ, রসায়ন ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড- ‘এ’। উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ লজিস্টিক /এটিসি/ ৪.৫০ এবং পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-'এ'।
এডিডব্লিউসি
এডমিন
GCE 'ও' এবং 'এ' লেভেল
‘ও' লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-'বি' এবং 'এ' লেভেলে পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-'বি' ।
‘ও' লেভেলে পদার্থ, রসায়ন ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড- 'বি' এবং 'এ' লেভেলে পদাৰ্থ, রসায়ন ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড- ‘বি’।
'ও' লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-'বি' এবং 'এ' লেভেলে পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-'বি'।
লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে। উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম 'ও' লেভেলে কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-'বি' জিপিএ ৪.৫০। এবং ‘এ' লেভেলে ২টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-'বি' ।
অন্যান্য যোগ্যতা
বৈবাহিক অবস্থা : অবিবাহিত/অবিবাহিতা।
নাগরিকত্ব : বাংলাদেশি পুরুষ/মহিলা নাগরিক।
বয়স : ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর (১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে), বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় ৷
উচ্চতা
ওজন
চোখ
: পুরুষ প্রার্থী : কমপক্ষে ৬৪ ইঞ্চি। বুকের মাপ : কমপক্ষে ৩২ ইঞ্চি। প্রসারণ : ২ ইঞ্চি। মহিলা প্রার্থী: জিডি(পি) : কমপক্ষে ৬৪ ইঞ্চি, অন্যান্য : কমপক্ষে ৬২ ইঞ্চি।
বুকের মাপ : কমপক্ষে ২৮ ইঞ্চি। প্রসারণ : ২ ইঞ্চি।
: বয়স ও উচ্চতানুযায়ী।
: দু চোখের দৃষ্টিশক্তি: জিডি(পি)-৬/৬, এটিসি/এডিডব্লিউসি-৬/১২ এবং ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক ও এডমিন-৬/৬০ পর্যন্ত।
Apply now
view circular
0 Comments:
Post a Comment